RSF সম্পর্কেঃ
রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (RSF), রহিমআফরোজ এর একটি উদ্যোগ, ২০০৬ ইং সাল হতে গ্রাম পর্যায়ে সোলার হোম সিস্টেম, বায়োগ্যাস, উন্নত চূলা নিয়ে কাজ করে আসছে। বর্তমানে প্রায় ৫০০ অফিসে উদ্যোক্তা Network এর মাধ্যমে উপরোক্ত পণ্য ও সেবার পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্সেস (টিভি, ফ্যান, SMART Phone, এলইডি বাতি), ব্যাটারি(EV, Rickshaw, MC), প্লাস্টিক পণ্য ইত্যাদি পণ্য ও সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও ব্যাংকিং সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে RSF এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে সকল ইউনিট অফিসে এই কার্যক্রম পরিচালনা করা হবে। তৃণমূল পর্যায়ে গ্রাহকদের নিকট বহুবিধ পণ্য বিক্রি ও আর্থিক সেবা প্রদানের মাধ্যমে নেটওয়ার্ক ভিত্তিক প্লাটফর্মের সহায়তায় সফল উদ্যোক্তা গড়ে তুলতে বদ্ধপরিকর।
এন্ট্রাপ্রিনিউর/উদ্যোক্তা কি?
নিজের কিছু করার স্বপ্ন ও যোগ্যতা থাকা সত্ত্বেও হয়তো আপনি শুরুটা করতে পারছেন না। কারণ, একটি ব্যবসা শুরু করার জন্য অফিস, লোকবল, প্রয়োজনীয় প্রশিক্ষণ ইত্যাদি আপনার কাছে নেই। রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন আপনাকে এই সুবিধাগুলো প্রদান করে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও সোলার হোম সিস্টেম, বায়োগ্যাস, আইসিএস, অত্যাধুনিক অ্যাপ্লায়েন্সেস(টিভি, ফ্যান, SMART Phone, এলইডি বাতি, ব্যাটারি, প্লাস্টিক সামগ্রী এবং এজেন্ট ব্যাংক সহ অন্যান্য পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে আপনার এন্ট্রাপ্রিনিউর হওয়ার যাত্রাকে করা হবে আরো সহজতর। RSF উদ্যোক্তা Network এর আওতায় 3E Digital Platform (Energy, Empowerment & Enterprise) এর মাধ্যমে সারাদেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আগামি আর্থিক বছরে আরো নতুন অফিসে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। উদ্যোক্তাগণ এই Platform- কে ব্যবহার করে ডিজিটাল মার্কেটে বহুবিধ পণ্য ও সেবার প্রচার-প্রসারে ই-কমার্স বিজনেজ করার সুযোগ পাবেন যেখানে গ্রাহক থেকে শুরু করে সকলেই অনলাইন সুবিধার আওতাভুক্ত থাকবেন।
এন্ট্রাপ্রিনিউর/ উদ্যোক্তা এর দায়িত্ব ও কর্তব্যঃ
  • নিজ এলাকায় অবস্থান করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহক ও মার্কেটে RSF এর পণ্য প্রচার ও সেবার মান উন্নয়ন করা।
  • ব্যাংকিং সুবিধাবঞ্চিত এলাকায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা।
  • মাসিক বিক্রির ও আদায়ের লক্ষমাত্রা অর্জন করা।
  • বিক্রয়োত্তর গ্রাহক সেবা নিশ্চিত করা।
  • প্রয়োজনীয় সংখ্যক Field Promoter সংগ্রহ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
এন্ট্রাপ্রিনিউর/ উদ্যোক্তা এর শিক্ষাগত ও অন্যা্ন্য যোগ্যতাঃ
  • গ্র্যাজুয়েট/ অনার্স/ মাস্টার্স।
  • বয়সঃ ২২-৪০ বছর।
  • অভিজ্ঞতাঃ মাঠ পর্যায়ে FMCG/ Insurance/ Medical Promotion/ মার্কেটিং কার্যক্রমে অভিজ্ঞ প্রাথীগণ অগ্রাধিকার পাবেন।
  • কম্পিউটার ও SMART Phone পরিচালনায় দক্ষ হতে হবে।
  • প্রাথমিকভাবে ১,০০,০০০/- টাকা বিনিয়োগ করতে সক্ষম।

নির্দেশনাঃ

  • আপনি সকল ফিল্ড এর তথ্য দিতে পারেন, কিন্তু ( * ) চিহ্ন সম্বলিত ফিল্ড গুলকে অবশ্যই পুরন করতে হবে।
  • আপনি যদি সকল আবশ্যক তথ্য দিয়ে (Submit) করেন তাহলে আপনি আর আপনার তথ্য পরিবর্তন করতে পারবেন না।
*
*
*
*
Career Objective
☣ Career Objective Maximum 400 Characters.
Personal Details
*
*
*
*
*
*
*
*
*
*
Photo Uploading*

N.B.: Photo size must be less than 200 kb

Your Preferred Job Location *
Any Where in Bangladesh
Contact Information
Present Address
*
*
*
*
*
*
Permanent Address. if same as present
*
*
*
*
*
Educational Qualification *
Degree Name Major Subject Board/ University Institute Name Passing Result GPA/Marks Achievement
out
out
out
Training Details
Training Title/Name Institute Name Institute Address Training Duration Training Year Achievement
Experience
Organization Name Org. Address Designation Department From Date To Date Special Achievement
Computer Skill *
MS Word
MS Excel
MS Power Point
SMART Phone Apps
ERP
Extracurricular Activities
☣ Extracurricular Activities Maximum 250 Characters.
References*
Name Name of Organization & Address Designation Contact No E-mail Relation